৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৩ ডিসে ২০২৪ ০৪:১২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর শিক্ষার্থীরা জিরো পয়েন্টে এই বিক্ষোভ করেন।
বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান সোহাগ বলেন, গত রাতে নবীন দুইজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। তারা কয়েক মাস হলো ক্যাম্পাসে এসেছে আর তাদের কাছে ক্যাম্পাসকে সন্ত্রাসীদের আঙিনা হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় একটি গ্রুপ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, তাদেরকে দ্রুত শনাক্ত করে বিচার করুন।
ইসলামী ছাত্রশিবির চবি শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ আলি ওবায়দুল্লাহ বলেন, যারা নবীন শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর ধৃষ্টতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এ ছাড়া নিরাপত্তা দপ্তরের সামনে হামলা হয়েছে, যেখানে সবসময় প্রহরীরা থাকেন। দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে গেছে কিন্তু প্রহরীরা তাদের ধরতে পারেনি।
হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ৯০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আমরা সব ফুটেজ চেক করছি। অপরাধী যেই হোক তাকে রোববারের মধ্যেই শনাক্ত করার চেষ্টা করবো এবং আইনের আওতায় এনে অবশ্যই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবো।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের নিকটে দুর্বৃত্তদের হামলার শিকার হন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহিবুল ইসলাম মহিব এবং নিরব আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১