৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ১৫ ডিসে ২০২৪ ০৩:১২
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারকে বহনকারী গাড়ি। তবে এ ঘটনায় তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ৩টায় চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামী এলাকার লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে সাদা রঙের পাজেরো গাড়িতে চড়ে শহরের উদ্দেশে রওনা হন। পরে বাইজিদ বোস্তামী এলাকার লিংক রোডে পৌঁছাতেই একটি ট্রাক পেছন থেকে উপাচার্যের গাড়িতে সজোরে ধাক্কা দেয়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্যকে অন্য একটি গাড়িতে করে ক্যাম্পাসে নিয়ে আসেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, দুর্ঘটনায় উপাচার্যের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি পুরোপুরি সুস্থ আছেন। তবে তাকে বহনকারী গাড়িটি নষ্ট হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১