৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ১৫ ডিসে ২০২৪ ০৩:১২
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উপমহাদেশের অন্যতম তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন। তার পরিবারের পক্ষ থেকে ভক্ত-অনুরাগীদের কাছে জাকির হুসেনের জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে।
এক বিবৃতিতে শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘তবলাবাদক, সংগীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা ওস্তাদ আল্লা রাখার ছেলে ওস্তাদ জাকির হুসেন অসুস্থ।’
বিবৃতি আরও বলা হয়,‘শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুতর অবস্থায় তাকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনুরোধ করছি, তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।’
জাকিরের হাত ধরেই ভারত পেয়েছে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হলেন শংকর মহাদেবন।
তবলাবাদক হিসেবে রয়েছেন জাকির হুসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। গিটারে জন ম্যাকলকলিন। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে।
১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম উস্তাদ জ়াকির হুসেনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১