রাস্তায় খানাখন্দ : ১৫ দিনের কাজ শেষ করবে দক্ষিণ সিটি

প্রকাশিত:বুধবার, ১৮ ডিসে ২০২৪ ০৫:১২

রাস্তায় খানাখন্দ : ১৫ দিনের কাজ শেষ করবে দক্ষিণ সিটি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেছেন, অতিবৃষ্টিতে রাস্তাঘাটে যে ছোট ছোট খানাখন্দগুলো হয়েছে সেগুলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করেছি। আগামী ১৫ দিনের মধ্যে এই কাজ হলো সম্পন্ন হয়ে যাবে।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি পরিচালন কেন্দ্রে প্রকৌশল বিভাগের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে মিট দ্যা প্রেসে তিনি এ প্রতিশ্রুতি প্রদান করেন

মিজানুর রহমান বলেন, অতিবৃষ্টিতে রাস্তাঘাটে যে ছোট ছোট খানাখন্দগুলো হয়েছে সেগুলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করেছি, যা আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। তারপর বড় বড় রাস্তার কাজগুলো আমরা দরপত্র প্রক্রিয়ায় দ্রুত সময়ে ঠিক করার ব্যবস্থা নিয়েছি। চলতি বছরে অতিমাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের রাস্তা-ঘাটগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, নাগরিক সেবায় নানাবিধ কার্যক্রমের কারণে রাস্তা খননের জন্য বিভিন্ন সংস্থাকে অনুমতি দেয়া হয়, রাস্তা খনন করতে গিয়ে দেখা যায় তারা কার্যক্রম পরিচালনা করে নির্ধারিত সময়ের ভেতরে আমাদের কাছে বুঝিয়ে দিতে পারে না। তাছাড়াও দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে কাজ শুরু করতে কিছুটা বিলম্বিত হয়।

সিইও বলেন, রাস্তা, সারফেস ড্রেন, ফুটপাতের ১৩টি কার্যক্রম প্রকল্পের ৪ টি দরপত্রের মাধ্যমে কার্যাদেশ দিয়ে দেয়া হয়েছে, যা মাঠ পর্যায়ে চলমান। বাকি ৯ টি প্রকল্পের দরপত্র চলমান আছে। সড়ক খননের ১২টি কাজের মধ্যে ৭টি চলমান আছে, বাকিগুলো দরপত্র চলছে এবং শিগগিরই আমরা কাজগুলো শেষ করতে পারব।

মিট দ্যা প্রেসে ডিএসসিসির প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম সহ অন্যান্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।