৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৯ ডিসে ২০২৪ ০১:১২
লঙ্কা টি-টেনের প্রথম আসরের ফাইনাল ম্যাচে জাফনা টাইটান্সের মুখোমুখি হাম্বানটোটা বাংলা টাইগার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে কয়েন ভাগ্য সহায় হয়নি টাইগার্সদের। তবে শুরুতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়েছে দাসুন শানাকার দল।
পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন মোহাম্মদ শাহজাদ। তাছাড়া সাব্বিরের ব্যাট থেকে এসেছে ৮ বলে ১৬ রান।
দুই ওপেনার শাহজাদ ও কুশল পেরার ব্যাটে দুর্দান্ত শুরু পেয়েছিল টাইগার্সরা। ৬ বলে ৯ রান করে পেরেরা সাজঘরে ফিরলে ভাঙে ৩৫ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার শাহজাদের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২৬ রান। তাদের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন মিডল অর্ডার ব্যাটাররা।
তিনে নেমে ভালো শুরু করেছিলেন সাব্বির রহমান। কিন্তু আরো একবার ইনিংস বড় করতে পারেননি। ২ ছক্কা হাঁকানোর পর সাজঘরে ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ১৬ রান।
তাছাড়া দাসুন শানাকা ১০ বলে করেছেন ২১ রান, শেভন ড্যানিয়েল করেছেন ১৫ বলে ২৬ রান। শেষের দিকে ৪ বলে ১০ করেছেন কেনার লুইস ও ২ বলে ১০ করেছেন শাহান আচার্জি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১