৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৯ ডিসে ২০২৪ ০১:১২
প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. ইবাদ উল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
আলোচনা সভায় প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।
অভিবাসী দিবসে মালদ্বীপ প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিউত্তরে ভারপ্রাপ্ত হাইকমিশনার তাৎক্ষণিক সমস্যার সমাধানের করণীয় বিষয়ে পরামর্শ দেন। একইসঙ্গে প্রবাসীদের বেশ কিছু যৌক্তিক দাবি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রবাসীদের ভূমিকাকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এ অভিবাসন দিবস উদযাপন করা হয়। দেশের বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে সবাইকেই বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান হাইকমশিনার।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১