৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ২২ ডিসে ২০২৪ ০৪:১২
টাঙ্গাইলে কালিহাতীতে মারামারি মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ ডিসেম্বর) গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে আদালতে আনা হয়। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সল্লা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কালিহাতী থানা পুলিশ।
গ্রেপ্তার আব্দুল আলীম উপজেলার সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, গত ১২ ডিসেম্বর গোহালিয়াবাড়ী এলাকায় দখলদারিত্ব নিয়ে দুইপক্ষের মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় কালিহাতী থানায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বারেক নামের একজন ব্যক্তি। ওই মামলার আসামি হিসেবে আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া জানান, সল্লা বাজার থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১