৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ২৩ ডিসে ২০২৪ ০৩:১২
দরজায় কড়া নাড়ছে ২০২৫ সাল। বিদায় নিচ্ছে ২০২৪। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই শুরু হবে নতুন বছর। বিদায়ী বছরে সারাবিশ্বে নানা ঘটনাই ঘটেছে।
যেসবের খোঁজে সাধারণ মানুষ গুগল সার্চ ইঞ্জিনের দ্বারস্থ হয়েছেন। ইন্টারনেটের কল্যাণে এখন ঘরে বসেই বিশ্বের যেকোনো প্রান্তের খবর অপর প্রান্ত থেকে জানা যাচ্ছে।
গুগল সার্চ ইঞ্জিন যার অন্যতম একটি মাধ্যম। চলতি বছরের সার্চ হিস্ট্রি ঘেঁটে ইয়ার ইন সার্চ প্রকাশ করেছে গুগল। যেখানে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বছরে গুগলে সবচেয়ে বেশি কোন তথ্যগুলো সার্চ করেছে সারাবিশ্বের মানুষ।
গুগল জানিয়েছে, এ বছর প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মার্কিন নির্বাচন সংক্রান্ত বিষয় তথ্য। তারপরই রয়েছে আইফোন রিলিজ, ব্লকবাস্টার বিভিন্ন সিনেমা রিলিজ, টিকটক ট্রেন্ড এবং ফ্যাশন-স্টাইল সম্পর্কিত নানা তথ্য।
ইভেন্ট
২০২৪ সালে সার্চ ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল ক্রীড়া ইভেন্ট। এ তালিকায় প্রথমেই কোপা আমেরিকা, দ্বিতীয়তে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (উয়েফা) ও তৃতীয়তে রয়েছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বাকাপ। তারপর রয়েছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ, প্রয়াত ওয়ান ডিরেকশন সদস্য ও ভোকালিস্ট লিয়াম পেইন, নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আইফোন-১৬। এছাড়া প্যারিসে অনুষ্ঠিত ২০২৪ সালের অলিম্পিক গেমস ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন সম্পর্কিত তথ্যও সার্চ ট্রেন্ডিংয়ে ছিল।
ব্যক্তি
এ বছর গুগলে সবচেয়ে বেশি খোঁজ করা ব্যক্তিদের মধ্যে প্রথমেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয়তে ক্যাথরিন ও প্রিন্সেস অফ ওয়েলস, তৃতীয়তে কমলা হ্যারিস, চতুর্থতে ইমান খলিফ ও পঞ্চমে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।
সাউন্ড
চলতি বছর গুগলে সবচেয়ে সার্চ করা শব্দের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত সংবাদ, নিউ ইয়র্ক টাইমসের গেম কানেকশন ও নিউ ইয়র্কের বাস্কেটবল দল ‘নিউ ইয়র্ক ইয়াঙ্কিস’।
নিউজ
এ বছর গুগলে সার্চ করা সংবাদের মধ্যে প্রথমে ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, দ্বিতীয়তে অতিরিক্ত তাপদাহ, তৃতীয়তে অলিম্পিক ও চতুর্থতে হারিকেন মিল্টন।
মৃত ব্যক্তি
মৃত ব্যক্তিদের মধ্যে সার্চ লিস্টে প্রথমেই চিলেন বিখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন, দ্বিতীয়তে মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার টবি কিথ, তৃতীয়তে প্রখ্যাত ফুটবলার ওজে সিম্পসন, চতুর্থতে হলিউড অভিনেত্রী শ্যানেন ডোহার্টি ও পঞ্চমে ছিলেন জাপানি মাঙ্গা শিল্পী আকিরা তোরিয়ামা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১