১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ ডিসে ২০২৪ ০৪:১২
ফেনীতে যুব মহিলা লীগের নেত্রীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ফেনীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন -ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মো. নুরুল্লাহ’র স্ত্রী ও ফেনী সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদা আক্তার সাজু (৩৫) এবং সোনাগাজী উপজেলা চরগণেশ গ্রামের শেখ জাফর উল্যাহর ছেলে শেখ মোহাম্মদ ইব্রাহীম (৩২)।
পুলিশ জানায়, সাজু ও ইব্রাহীম হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন আসামি। তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, বৃহস্পতিবার বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১