২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:শুক্রবার, ২৭ ডিসে ২০২৪ ১১:১২
সম্প্রতি অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তিনি তার ভক্তদের এই বিষয়ে সতর্কও করেছেন। অর্জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে ভক্তদের বলেছেন, কোনও একজন ব্যক্তি নিজেকে তার ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে তার অনুগামীদের প্রতারণার চেষ্টা করছেন।
অর্জুন তাই অনুরাগীদের অনুরোধ করেছেন এমন ব্যক্তির ফাঁদে পা না দিতে। অর্জুন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি ভক্তদের জানান তার নামে অনলাইনে প্রতারণার কথা।
অভিনেতা লিখেছেন, ‘আমি জানতে পেরেছি যে একজন ব্যক্তি আমার ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে সকলের সঙ্গে যোগাযোগ করছেন এবং তার সঙ্গে দেখা করতে এবং যোগাযোগ করতে বলছেন। তবে জেনে রাখুন যে এটা একেবারেই মিথ্যা। আমার সঙ্গে তার কোনও যোগাযোগ নেই।’
অর্জুনের কথায়, ‘আমি কখনোই চাই না যে কেউ এই ধরনের লিংকে ক্লিক করুক বা ব্যক্তিগত তথ্য শেয়ার করুক। দয়া করে এই স্ক্যামে পা দেবেন না। নিরাপদে থাকুন ও সতর্ক থাকুন। আপনারা যদি এই ধরনের খবর পান, অনুগ্রহ করে অ্যাকাউন্টে রিপোর্ট করুন।’
প্রসঙ্গত, চলতি বছর রোহিত শেঠির ‘সিংহম এগেন’-এ ভিলেনের ভূমিকায় দেখা গেছে অর্জুন কাপুরকে। দীপাবলিতে মুক্তি পাওয়া এই ছবিতে অর্জুনের অভিনয় মুগ্ধ করেছিল সকলকে। আপাতত নতুন কোনও ছবির ঘোষণা করেননি অর্জুন। তবে মাঝেমধ্যেই ব্যক্তিগত কারণে অভিনেতা চর্চায় থাকেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১