৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ২৯ ডিসে ২০২৪ ০৩:১২
রেফারিদের সংগঠন বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন। এই সংগঠনটি গতকাল ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় বার্ষিক সাধারণ সভা আয়োজন করেছে। পাশাপাশি ২০২৪ সালে ছয় জন রেফারিকে বিশেষ স্বীকৃতি দিয়েছে।
২০২৪ সালে সেরা রেফারির স্বীকৃতি পেয়েছেন সায়মন হাসান সানি। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাঁশি বাজান এই তরুণ রেফারি। বিশেষ করে কার্ড দেখাতে কোনো কার্পণ্যও করেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী। গতকাল পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি।
২০২৪ সালে সেরা সহকারী রেফারির পুরস্কার পেয়েছেন মোঃ নুরুজ্জামান। উদীয়মান রেফারি ও সহকারী রেফারির স্বীকৃতি পেয়েছেন যথাক্রমে আবুল কালাম রুম্মন ও শাকিল হাসান। মনির ঢালী ও সালমা ইসলাম মনি এএফসি’র এলিট সহকারী রেফারির তালিকায় রয়েছেন। তাই তাদেরকেও সম্মাননা দিয়েছে রেফারিজ এসোসিয়েশন।
রেফারিজ এসোসিয়েশনের কমিটি কার্যক্রম করছে সভাপতি ছাড়াই। গঠনতন্ত্র অনুযায়ী বাফুফে সভাপতি মনোনয়ন করবে। বীর বাহাদুর সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশের পর বাফুফে রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাউকে মনোনয়ন দেয়নি। রেফারিজ অ্যাসোসিয়েশনের যেমন চেয়ারম্যান নেই তেমনি বাফুফের রেফারিজ কমিটিরও চেয়ারম্যান নেই। রেফারিদের দিকে বাফুফের উদাসীনতার একটি উদাহরণও এটি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১