অবশেষে জয়ের দেখা পেল কিংস

প্রকাশিত:মঙ্গলবার, ৩১ ডিসে ২০২৪ ০২:১২

অবশেষে জয়ের দেখা পেল কিংস

বসুন্ধরা কিংস ড্র করলেই এক সময় বড় শিরোনাম হতো। চলতি মৌসুমে অবশ্য ভিন্ন চিত্র। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে গত তিন ম্যাচে জয়ের দেখা পায়নি কিংস। আজ (মঙ্গলবার) অবশেষে জয়ের দেখা পেয়েছে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ফেডারেশন কাপে এদিন আলাদা ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস ও ফর্টিজ এফসি।

কিংস অ্যারেনায় বসুন্ধরা ও পুলিশের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এতে কিংস ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। গ্রুপের অন্য ম্যাচে ফর্টিজ এফসি ৩-০ গোলে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। দুই জয় ও এক ড্র নিয়ে ফর্টিজ ৭ পয়েন্ট নিয়ে ফেডারেশন কাপের টেবিলে শীর্ষে আছে। সমান ম্যাচে দুই জয় ও এক হার নিয়ে কিংস ৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে।

এদিন কিংস অ্যারেনায় ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান মিগেলের কর্নারে তপু বর্মণ গোল করেন। পরের মিনিটেই সমতায় ফেরে পুলিশ। ইসা ফয়সালের ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ঢুকে আল আমিন নিঁখুত প্লেসিংয়ে ম্যাচে সমতা আনেন। চার মিনিট পর কিংসের আগের ম্যাচের গোলদাতা মজিবর রহমান জনির মাধ্যমে ব্রাজিলিয়ান মিগেল বল পেয়ে গোল করতে ভুল করেননি।

বিরতির পর কিংস ব্যবধান আরও বাড়ায়। ৫২ মিনিটে মিগেলের পাসে ফাঁকায় থাকা ফারনান্দেজ গোল করেন। দুই মিনিট পর আল আমিনের গোলে খেলায় প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখে পুলিশ। কানাডা প্রবাসী কাজেমের ডিফেন্স চেরা পাস থেকে পোস্টে ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবনকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন আল আমিন। ম্যাচের বাকি সময় দুই দলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ফলে কিংস পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিজ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। জয় কুমার জোড়া ও পিয়াস আহমেদ নোভা একটি গোল করেন।