২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ৩১ ডিসে ২০২৪ ১১:১২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, পৃথিবীর ইতিহাসে নেতৃত্ব থেকে পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচার আবার ক্ষমতায় ফিরে আসতে পারেনি। এই উপমহাদেশের রাজা লক্ষণ সেন পালিয়ে গিয়ে ফিরে আসতে পারেনি। ঠিক একইভাবে, বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর ফিরে আসতে পারবে না।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, গত আগস্ট মাসে জনতার আন্দোলনের মুখে ডামি প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এর মধ্য দিয়েই বাংলাদেশের ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে। এই দেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সংগ্রাম করে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে বলছে, চট করে ঢুকে পড়বে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই- এই পৃথিবীর ইতিহাসে কোনো নেতা-নেত্রী পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। লক্ষণ সেন, রেজা শাহ, হামিদ কারজাইও ফিরে আসতে পারেনি। তেমনিভাবে শেখ হাসিনাও আর ফিরে আসতে পারবে না। যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাইবেন তারাই বিপদে পড়বেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, ফ্যাসিবাদের দোসরদের সরকারের ভেতরে-বাইরে বা অফিস-আদালতে যেখানেই থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে যেসব সুদক্ষ কর্মকর্তারা এতদিন ধরে বঞ্চিত রয়েছেন তাদের যথাযথ জায়গায় আনতে হবে।
সদস্য সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন সেক্রেটারি জাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াত-শিবিরের সাবেক ও বর্তমান নেতারা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১