৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ৩১ ডিসে ২০২৪ ০২:১২
দেশের জনপ্রিয় কেক ব্র্যান্ড ‘ওয়ান্ডার’ শিশু-কিশোরদের জন্য নিয়ে এলো ‘ওয়ান্ডার ফুল ডে’ ক্যাম্পেইন। শিশু-কিশোরদের পাঠানো চিত্রাঙ্কনের মধ্য থেকে বাছাই করে সেরা ৫০০ শিক্ষার্থীকে নিয়ে উৎসবমুখর একটি দিন পালনের জন্য এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
শিশু-কিশোরদের জন্য দিনটি আকর্ষণীয় করে তুলতে রাজধানী ঢাকায় এ উৎসবের আয়োজন করা হবে। দিনব্যাপী বিভিন্ন ধরনের ইভেন্টের মধ্যে রয়েছে গেমস, ম্যাজিক শোসহ মূল আয়োজন শিক্ষার্থীদের নিয়ে চূড়ান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে স্বনামধন্য কার্টুনিস্টরা উপস্থিত থাকবেন এবং সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেবেন।
এ আয়োজনে অংশ নিতে এবং চিত্রাঙ্কন পাঠাতে পারবেন দ্বিতীয় থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা। এজন্য ৩১ জানুয়ারির মধ্যে নিজের আঁকানো চিত্রাঙ্কনসহ নাম, শ্রেণী, স্কুলের নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে নিজ কিংবা অভিভাবকের ফেসবুক থেকে শেয়ার করতে হবে ওয়ান্ডার কেকের ফেসবুক ইনবক্সে।
এ বিষয়ে ওয়ান্ডার কেকের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহাম্মদ আলী হাসান বলেন, গত বছরের আয়োজনে আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই অনুরোধ করেছে অনুষ্ঠানে আগামীতে যেন আরও বেশি শিক্ষার্থীকে আনা হয়। আমরা আশা করছি, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের চিত্রাঙ্কনের প্রতিভা দেখাতে পারবে এবং মজার একটি দিন উপভোগ করতে পারবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১