২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৩ জানু ২০২৫ ১২:০১
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা শহরের নিজ বাড়ির কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজারহাট থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্র জানায়, ২০১৩ সালে রাজারহাট উপজেলা শহরে হান্নান আলী নামে এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর-লুটপাটের ঘটনায় হওয়া মামলায় আবু নূরকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাজারহাট থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী হান্নান। আবু নূর ওই মামলার এক নম্বর আসামি।
এ ব্যাপারে জানতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজাকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
ডিউটি অফিসার সফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে গ্রেপ্তার আবু নূরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১