২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ০৪ জানু ২০২৫ ০৩:০১
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর হাসিনাকে তাড়াইলাম। হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বলেছিলাম এই যে এসপি ডিসি ইউএনওদেরকে রেখে হাসিনা ঠিকই হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাবে।
তখন আপনারা যাইবেন কই? কিন্তু আজকে ওই ভাবে বলব না। তবে ইউএনও সাহেব ভালো হইতে পয়সা লাগে না।
শনিবার (৪ জানুয়ারি ) দুপুরে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আমিনুর রহমান ভূইয়া এমাদ মিয়ার ৪৩তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, বিগত ১৭ বছর অনেক অত্যাচার অনেক নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করেছি, আপনাদের ভেঙচি দাঁত দেখার জন্য না। পরিষ্কার কথা যেটা ন্যায় ন্যায়ের পক্ষে থাকবেন। আর আওয়ামী লীগের যদি দালালি করতে মন চায় তাহলে এখান থেকে রিজাইন দিয়ে অন্য জায়গায় চলে যাবেন।
তিনি আরও বলেন, এই পাকুন্দিয়া কিন্তু আন্দোলনের জায়গা এই পাকুন্দিয়াবাসী কিন্তু কাউকে ছাড়ে না। হাসিনাকেও ছাড়ি নাই আমরা।
পাকুন্দিয়ায় এই ১৭ বছরে অনেক খুন অনেক জেল অনেক রক্ত ঝড়েছে। বিগত ১৭টি বছর আমাদের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করে নিয়েছে, দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে নাই। অনেক শিক্ষিত যুবক চাকরি পায় নাই অনেকেই চাকরি হারিয়েছে। ধৈর্যের একটি সীমা আছে ইউএনও সাহেব।
ধৈর্যের পরীক্ষা নিয়েন না যেটা ন্যায় ন্যায়ের পথে থাকবেন। অন্যায়ভাবে যদি আওয়ামী লীগকে কিছু করতে চান তাহলে আওয়ামী লীগকে যেভাবে বিদায় করেছি আপনাকেও সেভাবে বিদায় করব।
তৌফিকুল ইসলাম ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুল ইমাদ সাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, সহ-সভাপতি আমিরুজ্জামান, পাকুন্দিয়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক
তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ভূইয়া ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১