২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ০৪ জানু ২০২৫ ০৩:০১
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আগামীর বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশের সব ছাত্র সংগঠনকে দায়িত্ব নিতে হবে। ক্ষমতার লোভে যেই দল বাংলার পবিত্র মাটিকে বারবার রক্তাক্ত করেছে সেই শেখ মুজিব, শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি আর বাংলার মাটিতে দেখতে চাই না।
শনিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তাসমিয়া প্রধান বলেন, প্রশাসনের প্রতিটি স্তর আওয়ামী প্রেতাত্মামুক্ত করতে হবে। গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি চলবে না, ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে আসতে হবে। নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ অর্থাৎ এই বছরের শেষ অংশে জাতীয় নির্বাচন সম্ভব।
প্রধান বক্তার বক্তব্যে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ইতিহাস সাক্ষী ৫২, ৬৯, ৭১, ৯০ এবং ২০২৪ প্রমাণ করেছে দেশের দুর্যোগে ছাত্ররাই আমাদের পথ দেখায়। অতএব ছাত্রদের চিন্তাধারা আমাদের বুঝতে হবে এবং তাদের সঙ্গে সমন্বয় করেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে।
বাংলাদেশে আর কোনো ফ্যাসিজম মেনে নেওয়া হবে না। একইসঙ্গে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ত রক্ষা করতে হবে।
সম্মেলনে আব্দুর রহমান ফারুকীকে সভাপতি এবং জীবন আহমেদ অভিকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।
জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার ও জীবন আহমেদ (অভি) এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, ইসলামি ছাত্র আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল ইমরান হুসাইন নুর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১