৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ০৪ জানু ২০২৫ ১২:০১
মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সিলেটের মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আটক ফাহিম আহমদকে (২০) রিমান্ডে নিতে চায় পুলিশ। আদালতের কাছে তিনদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক তিনি জানান, গ্রেফতারকৃত ফাহিমকে শনিবার দুপুরে আদালতে তুলে পুলিশ তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করে। আদালতে শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।
এরআগে বৃহস্পতিবার দিবাগত (৩ জানুয়ারি) রাতে সিলেট মহানগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ। ফাহিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। তিনি রায়নগরের ৫২ নং বাসায় থাকতেন।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টার অভিযোগে ঐ যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১