২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ০৪ জানু ২০২৫ ০৩:০১
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় ও কলেজ শাখার নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কলেজের মুক্ত মঞ্চে এমন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় শিক্ষার্থীরা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, কলেজ শাখা ছাত্রলীগ নেতা জনি ও রহমতুল্লাহর ছবিতে জুতা নিক্ষেপ করেন। একইসঙ্গে তাদের ছাত্রলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ষোল বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নানান অন্যায়-অবিচার করেছে। তাদের সঙ্গে দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগও ক্যাম্পাসগুলোতে বেপরোয়া কার্যক্রম চালিয়েছে। তারা ক্যাম্পাসে সন্ত্রাসীর ভূমিকা পালন করেছে। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। কেউ তাদের অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে নির্যাতনের খড়গ নেমে আসতো। ক্যাম্পাসগুলোকে তারা নিজেদের পৈত্রিক সম্পত্তি বানিয়েছিল। ক্ষমতার মোহে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করেছে। বিশেষ করে বাধ্যতামূলকভাবে এসব শিক্ষার্থীদের দলীয় কার্যক্রমে অংশ নিতে হত। কেউ যদি এতে অনাগ্রহ প্রকাশ করত তাহলে বিভিন্ন ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো।
ঢাকা কলেজের সেশনের ইয়াছিন আরাফাত বলেন, ছাত্রলীগ ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তার করেছিল। বিরোধী মতের উপর তাদের কোনো শ্রদ্ধাবোধ ছিল না। গ্যাস্ট রুমে শিক্ষার্থী নির্যাতন, সাধারণ শিক্ষার্থীদের হলে সিট না দেওয়া, চাঁদাবাজিসহ এমন কোনো অপরাধ নেই যা তারা করতো না। তাই এখন এমন কর্মসূচি পালন করা হচ্ছে।
রায়হান নামের এক শিক্ষার্থী বলেন, কয়েকদিন আগেও তাদের কোনো অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করা যেত না। তাই আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণ শিক্ষার্থীরা তাদের ছবিতে জুতা মেরে প্রতিবাদ জানিয়েছে।
আরিফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের অত্যাচারে সাধারণ শিক্ষার্থীরা অতিষ্ঠ ছিল। তখন কেউ প্রতিবাদ করতে না পারলেও এখন সবাই প্রতিবাদ করছে। এমন সন্ত্রাসী সংগঠন আবার ফিরে আসুক আমরা চাই না।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও ‘নিষিদ্ধ’ বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ সংগঠনটির নেতাকর্মীদের ছবিতে জুতা নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘হেইট থ্রু’ নামে কর্মসূচি পালন করা হয়। পরে শেখ মুজিব, শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের কুশপুতুল দাহ করা হয়।
আজ বিকেল সোয়া ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’ নামের একটি প্লাটফর্মের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১