২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:শনিবার, ০৪ জানু ২০২৫ ০৪:০১
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, নাজিম উদ্দীন হায়দার শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে গোপন বৈঠক থেকে পালানোর চেষ্টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তার নাজিম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকায় ছাত্র-জনতার হামলা মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি একাধিক ছবি ও ভিডিওর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১