২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ০৪ জানু ২০২৫ ০৫:০১
রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে মো. আবুল হাসান (৪০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় মামলার আসামি তিনি।
ভোর সোয়া ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তেজগাঁও থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গত ২০১৫ সালে ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশ নেন খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট ২০২৪ তেজগাঁও থানার মামলার আসামি আবুল হোসেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার আবুল হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা আছে। আবুল হাসানের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১