বিএনপি অফিস ভাঙচুরের মামলায় ময়মনসিংহের দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত:রবিবার, ০৫ জানু ২০২৫ ০২:০১

বিএনপি অফিস ভাঙচুরের মামলায় ময়মনসিংহের দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা বিএনপি অফিসে ভাঙচুর ও নাশকতার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার তারাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দলিল লেখক রেজাউল করিম ওরফে রেজাউল মুহুরি (৪৪) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সিদ্দিকি (৩৬)।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আসামিরা গত ৩০ আগস্ট দায়ের হওয়া একটি হামলা, ভাঙচুর ও নাশকতার মামলার আসামি। আজ রোববার সংশ্লিষ্ট মামলায় আসামিদের ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে মুক্তাগাছা উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও নাশকতা এবং মিছিলে হামলার ঘটনায় গত ৩০ আগস্ট মুক্তাগাছা থানায় মামলাটি দায়ের করা হয়।