ফরাসি সুপার কাপ জয়ের হ্যাটট্রিক পিএসজির

প্রকাশিত:সোমবার, ০৬ জানু ২০২৫ ১২:০১

ফরাসি সুপার কাপ জয়ের হ্যাটট্রিক পিএসজির

ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করেছে পিএসজি। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছে তারা। তবুও কিছুতেই নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেই জালের দেখা পায়নি পিএসজি। তাতে টাইব্রেকারের দিকে যাচ্ছিলো ম্যাচ। শেষ পর্যন্ত উসমান দেম্বেলের গোলের স্বস্তি পায় পিএসজি।

গত মৌসুমে লিগ আঁ ও ফরাসি কাপ ঘরে তোলে পিএসজি। তাই রোববার ফরাসি সুপার কাপে তারা মুখোমুখি হয় গতবারের লিগে রানার্সআপ হওয়া মোনাকোর। সেখানে ১-০ গোলের জয় পায় প্যারিসের দলটি।

টানা তৃতীয়বারের মতো ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। এই নিয়ে গত ১২ বছরে ১১ বারই ট্রফিটি জিতল পিএসজি।

অনেক চেষ্টার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডেডলক ভাঙতে পারেন দেম্বেলে। ফাবিয়ান রুইসের দারুণ পাস ছয় গজ বক্সে পেয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখেছিল পিএসজি। গোলের জন্য ২৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে মোনাকোর ১২ শটের মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি।