২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৭ জানু ২০২৫ ১২:০১
ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
জয়দেবপুর রেল জংশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেল ক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি খুবই মন্থর থাকায় ট্রেনের অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি। ঢাকা থেকে এসে ট্রেনটি স্টেশনের ৪ নম্বর লাইনে দাঁড়ানো ছিল।
তিনি আরও বলেন, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নম্বর লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নম্বর লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না।
লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১