১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে নভেম্বর, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৭ জানু ২০২৫ ১২:০১
বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা-অভিনেত্রীদের সিনেমার পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন করা হয়ে থাকে। ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকেও তামিলনাড়ুতে মহিলাদের নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল, যা তিনি এড়িয়ে যান।
চেন্নাইয়ের আন্না ইউনিভার্সিটিতে ১৯ বছর বয়সী এক ছাত্রীর যৌন হেনস্তার পর রাজ্যজুড়ে চলতে থাকে নানা বিক্ষোভ। ঠিক সেই সময় রজনীকান্ত তার আসন্ন ছবি ‘কুলি’র শুটিংয়ের জন্য থাইল্যান্ডে যাওয়ার সময় চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন।
ছবির প্রচার সংক্রান্ত নানা প্রশ্নের পাশাপাশি তাকে মহিলাদের নিরাপত্তা নিয়েও জিজ্ঞাসা করা হলে অভিনেতা বলেন, ‘আমাকে রাজনৈতিক প্রশ্ন করবেন না।’
রজনীকান্তের আসন্ন সিনেমা ‘কুলি’ প্রসঙ্গে তিনি বলেন, ‘৭০ শতাংশ শুটিং শেষ হয়ে গিয়েছে। ছবিটির পরবর্তী শুটিং আগামী ১৩ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত হবে।’
প্রসঙ্গত, রজনীকান্ত বর্তমানে পরিচালক লোকেশ কানাগরাজের ‘কুলি’ ছবির শুটিং করছেন। ‘কুলি’তে নাগার্জুন, উপেন্দ্র, সৌবিন শাহির, সত্যরাজ এবং শ্রুতি হাসানসহ আরও তারকা রয়েছেন। ২০২৫ সালেই মুক্তি পাবে ছবিটি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১