শ্রাবন্তীকে নিয়ে চিকিৎসকের কাছে জিতু, জোর গুঞ্জন

প্রকাশিত:বুধবার, ০৮ জানু ২০২৫ ০২:০১

শ্রাবন্তীকে নিয়ে চিকিৎসকের কাছে জিতু, জোর গুঞ্জন

জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, টলিউডের সফল দুই অভিনেতা। দু’জনেরই পর্দার বাইরের জীবন নিয়ে ভক্তদের আগ্রহ প্রবল। কারণ পেশাগত জীবনে তারা সফল হলেও ব্যক্তিজীবনে থিতু হতে পারেননি। সংসার জীবনে দু’জনেরই বিচ্ছেদ হয়েছে। ফলে বর্তমান সময়টা কাজের ব্যস্ততায় কাটে।

কিন্তু তারকাদের জীবনই হল, কাজ যত বাড়ে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা ততই উর্ধ্বগামী হয়। যে কারণে জিতু-শ্রাবন্তীর দুই বিচ্ছেদের চরিত্রকে নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গেও দেখা যাচ্ছে।

দুই তারকাকে নিয়ে যখন জোর গুঞ্জন চারিদিকে, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা উস্কে দেওয়ার মতো একটি ছবি পোস্ট করলেন জিতু। যেখানে তার পাশে দেখা মিলল শ্রাবন্তীর।

সেই ছবি পোস্ট করে রহস্যময় ভাষায় অভিনেত্রী লিখলেন, ‘রান্না হয়ে গেছে, এবার আমরা ডাক্তারের পরামর্শ নিতে এসেছি।’

ক্যাপশনের অর্থ পরিষ্কার না করলেও নেটিজেনরা জিতু-শ্রাবন্তীকে ডাক্তারের চেম্বারে একসঙ্গে দেখে বিভিন্ন মন্তব্য করছেন।

কেউ লিখেছেন, ‘তাহলে ঠিকই শুনেছি, নবনীতার সঙ্গে জিতুর ডিভোর্সের কারণ শ্রাবন্তী’। আরেকজনের মন্তব্য, ‘শ্রাবন্তীর চতুর্থ সম্পর্ক জিতু, দুজনেই চুটিয়ে প্রেম করছেন।’ কেউ আবার তাদের একসঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পেছনে অন্য কোনো কারণও তুলে ধরছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে বিবাহ বিচ্ছেদ হয় জিতু ও নবনীতার। সেই সময় জল্পনা চলেছিল, জিতুর জীবনে নতুন কোনও সম্পর্কের কারণেই নবনীতার সঙ্গে বিচ্ছেদ হয়েছে। যদিও জিতু এসব কিছুই অস্বীকার করেন।

অন্যদিকে, ২০২১ সালে রোশন সিংয়ের ডিভোর্সের পর শ্রাবন্তী নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তৃতীয় ডিভোর্সের পর শ্রাবন্তীর জীবনে চতুর্থ প্রেম বা পরিণয়ের কথা জানতে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারই মাঝে জিতুর সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে শ্রাবন্তী নতুন করে কৌতূহলের মাত্রা বাড়ালেন।