২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ০৮ জানু ২০২৫ ০১:০১
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জামিন নিতে এসে কারাগারে গেছেন তিন আওয়ামী লীগ নেতা।
বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজবাড়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
তারা হলেন—গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (৪৮), দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসারফ হোসেন মূসা (৫১), গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুল ইসলাম মোল্লা (৪৫)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় এজাহার নামীয় তিন আসামি আজ বুধবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওই মামলায় মোহাম্মদ আলী ১৩ নম্বর, মোসারফ হোসেন মূসা ২৩ নম্বর ও মো. নুরুল ইসলাম মোল্লা ৩৪ নম্বর আসামি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১