২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৯ জানু ২০২৫ ১১:০১
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো তাদের পরিবারের সদস্যরা শাহবাগ মোড় অবরোধ করেছিল। তারা শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনার এলাকায় গিয়েছেন। এখন শাহাবাগে যান চলাচল স্বাভাবিক।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর।
তিনি বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন। তারা বিকেল সাড়ে ৩টার পরে সড়ক ছেড়ে শহীদ মিনার এলাকার দিকে যান। এখন শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন।
এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১