২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৯ জানু ২০২৫ ০৩:০১
ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় অভিনেতা মুশফিক আর ফারহানকে। পরের দিন শরীরের অবস্থার অবনতি হলে অভিনেতাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানে দিন চারেকের চিকিৎসা নিয়েছেন তিনি। এবার তার শারীরিক অবস্থা কেমন, তা জানা গেল।
জানা গেছে, ফারহান এখন শঙ্কামুক্ত আছেন, খেতে পারছেন এবং কথাও বলতে পারছেন। তবে এখনই শুটিংয়ে ফিরতে নিষেধ করেছেন তার চিকিৎসক।
গত শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকার বাইরে শ্যুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা ফারহান। কস্টিউম গোছানোর সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে, রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেদিন রাতেও সুস্থ ছিলেন ফারহান। বাসায় বোনের সাথে কথা বলার সময় পরিচালক রুবেল আনুশের নাটকের শ্যুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে, হঠাৎ কথা বলতে বলতেই তিনি বেহুঁশ হয়ে পড়ে যান। সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছিল, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে ভর্তি হন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১