জাল টাকা দিয়ে সিগারেট কিনতে গিয়ে যুবক আটক

প্রকাশিত:শুক্রবার, ১০ জানু ২০২৫ ০৮:০১

জাল টাকা দিয়ে সিগারেট কিনতে গিয়ে যুবক আটক

সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয়ে সিগারেট কিনতে গেলে হাসান আলী (২২) নামের এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক সিগারেট কেনার সময় দোকানে একটি এক হাজার টাকার জাল নোট প্রদান করেন। দোকানদার নোটটি জাল বুঝতে পেরে তাকে পরিবর্তন করতে বলেন। তার পরিবর্তন করে দেওয়া দ্বিতীয় নোটটিও জাল নোট। এতে সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে আজ বেলা পৌনে ১২টার দিকে কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, একটি দোকানে জাল টাকার নোট দিয়ে সিগারেট কেনার চেষ্টা করছিল ওই যুবক। পরে দোকানদার বিষয়টি বুঝতে পারলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। ওই যুবকের কাছে থেকে ১ হাজার টাকার পাঁচটি জাল নোট পাওয়া গেছে। তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে।