২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ১১ জানু ২০২৫ ০৩:০১
প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করেছে, সেই সঙ্গে বেড়েছে প্রতারণার ঝুঁকিও। নতুন করে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল গ্রেফতারি নামক জালিয়াতি অভিশাপ হয়ে উঠেছে।
অনলাইনে অর্থ হাতিয়ে নেয়া, ব্যক্তিগত তথ্য চুরি—এমনকি ব্যক্তিত্বহানির মতো বিভিন্ন প্রতারণার ফাঁদ ছড়ানো হচ্ছে। কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র। এবার প্রতারককেই কুপোকাত করলেন এক তরুণী!
পুলিশ পরিচয়ে ফোন করে হুমকি দিতেই প্রতারককে তরুণী বলেন, গ্রেফতার করতে আসার সময় মোমো নিয়ে আসবেন। এতেই চমকে যান প্রতারক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই কথোপকথন।
জানা গেছে, এই ঘটনা ঘটছে ভারতের লখনউয়ের। গত বৃহস্পতিবার এক অপরিচিত নম্বর থেকে ফোন আসে ওই তরুণীর কাছে। সঙ্গে সঙ্গে নম্বরটিকে ট্রু কলারে ফেলেন তিনি। কিন্তু তাতে কোনো নাম দেখায়নি।
এতেই সতর্ক হয়ে যান তরুণী। ফোনের ওপর প্রান্ত থেকে এক ব্যক্তি গম্ভীর গলায় বলেন, আপনার ফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন অশালীন কাজ করা হচ্ছে। আমাদের কাছে তার প্রমাণ আছে। আপনাকে থানায় আসতে হবে। না হলে বাড়ি গিয়ে আপনাকে গ্রেফতার করা হবে।
কিন্তু একথা শুনে বিচলিত হননি ওই তরুণী। ভয় না পেয়ে শান্ত গলায় তিনি বলেন, আপনি আমার বাড়িতে আসতেই পারেন। তবে খালি হাতে আসবেন না। আসার সময় একটু মোমো নিয়ে আসবেন।
আমি মোমো খেতে খুব পছন্দ করি। যে রাস্তা দিয়ে আসবেন সেই পথেই একটি মোমোর দোকান আছে। ওখান থেকেই নিয়ে নেবেন। আর হ্যাঁ মেয়োনিজ নিতে কিন্তু ভুলবেন না।
তরুণীর এই উত্তরে রীতিমত চমকে যায় ওই প্রতারক। বেশি কথা না বাড়িয়ে ফোন কেটে দেয়। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরেই বিভিন্ন ডিজিটাল অ্যারেস্টের ঘটনা নজরে এসেছে ওই তরুণীর।
তাই শুরুতেই তিনি বুঝতে পারেন বড় কোনো প্রতারণার জাল ছড়ানো হচ্ছে। তাই ঘাবড়ে না গিয়ে উপস্থিত বুদ্ধিতেই ঘায়েল করে দেন প্রতারককে। এই ঘটনার পরই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তরুণী।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১