২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১২ জানু ২০২৫ ০১:০১
মৌলভীবাজারের কমলগঞ্জে পরকীয়া সন্দেহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আজাদ বক্স (৬২)। রোববার (১২ জানুয়ারি) সকালে উপজেলার আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স নিজ বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করতেন। ২০২৩ সালে আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক হয় তার।
পরে আজাদ মিয়া মনোয়ারা বেগমকে বিয়ে করেন। তবে মনোয়ারা বেগম আলেপুর বাবার বাড়িতেই থাকতেন। সম্প্রতি মনোয়ারা বেগম অন্য ছেলের সঙ্গে পরকীয়া করছে এমন সন্দেহে আজাদ বক্স ক্ষুব্ধ হয়ে উঠেন।
আজ রোববার সকালে আলেপুর গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আজাদ বক্স ঘরের মধ্যে থাকা ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করেন। হত্যার পর তিনি নিজেই কমলগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেন।
এ ব্যাপারে কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, আসামি আজাদ বক্স থানায় এলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১