২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১২ জানু ২০২৫ ০১:০১
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
রোববার (১২ জানুয়ারি) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক হয়।
বৈঠক শেষে বিএপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইইউর রাষ্ট্রদূত বিএনপি অফিস পরিদর্শন করেছে। এ সময় আমরা কয়েকজন উপস্থিত ছিলাম।
বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমির খসরু বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে আলোচনা হওয়ার কথা, সেইগুলোই হয়েছে। একটি হচ্ছে নির্বাচন, কবে নির্বাচন হতে যাচ্ছে। আরেকটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি।
যেহেতু ইউরোপীয় ইউনিয়ন সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আরেকটি হচ্ছে সংস্কার। সংস্কারের ব্যাপারে আমাদের(বিএনপির) ভাবনা কি এ ব্যাপারে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, মূলত আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছ। আমাদের পক্ষ থেকে বারবার যেটা বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি। অন্যকোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচন করে আগামীতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
যাতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ চলতে পারে না। কারণ, অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, জনগণের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দিকে যাওয়ার দিকে জোর দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১