১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১৪ জানু ২০২৫ ০২:০১
রিমান্ডে থাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম।
তিনি বলেন, কামরাঙ্গীরচর থানার দুটি চাঁদাবাজির মামলায় কামরুল ইসলাম চারদিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যাওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১