১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১৪ জানু ২০২৫ ০৪:০১
ওপার বাংলার বিতর্কিত টেলিভিশন উপস্থাপন ময়ূখ রঞ্জন ঘোষ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেব-রুক্মিণী সঙ্গে সেলফি তুলছেন।
এ ছবি শেয়ার করার পর নেটিজেনরা দেব-রুক্মিণী বেশ কটাক্ষ করেছেন। ছবি শেয়ার করে ময়ূখ ক্যাপশনে লিখেছেন, ‘কয়লা খাদানের কিছু ব্ল্যাক ডায়মন্ড।’
কমেন্ট বক্সে যেন কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে। আরহি হাওলাদার নামে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘দেব আর থাকবে না দাদা এবার থাকবে না, রুক্মি কাছে দেব থাকবে না।’
আরেকজনের ভাষ্য, ‘মলম বিক্রেতা হকার সাংবাদিক। থাকবে না, থাকবে না। মিন মিন মিন মিন মিন।’ মিরাজ নামে আরেকজনের কথায়, ‘মিন মিন মিন করে খাদান সিনেমায় ঢুকে যান বিশিষ্ট ফুটপাতের চুলকানি মলম ব্যবসায়ী।’
প্রসঙ্গত, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সংবাদ উপস্থাপনের মাধ্যমে দর্শকমহলের নজরে এসেছেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১