ডেথ বোলিং নিয়ে চিন্তায় বরিশাল

প্রকাশিত:বুধবার, ১৫ জানু ২০২৫ ০৩:০১

ডেথ বোলিং নিয়ে চিন্তায় বরিশাল

বিপিএলের এবারের আসরে বরিশালের বিপক্ষে ফিরতি ম্যাচে রংপুরের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মেয়ার্সের এক ওভারে সমান তিনটি করে ছক্কা ও চার মেরে নুরুল হাসান সোহান সেই সমীকরণ মিলিয়েছেন ৩০ রান তুলে। তাতে আসরে দুইবারই রংপুরের কাছে হেরেছে বরিশাল।

শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ, জাহানদাদের মতো পেসার থাকার পরও সেই ম্যাচে ৫ ওভারে ৭১ রান ডিফেন্ড করতে পারেনি বরিশাল। শুধু এই ম্যাচই নয় নিজেদের প্রথম ম্যাচেও শেষ ৫ ওভারে ৭৫ রান দিয়েছিলেন বরিশালের বোলাররা।

সবমিলিয়ে দলে ভারসাম্য থাকলেও ডেথ ওভার বোলিং নিয়ে কিছুটা হলেও চিন্তিত বরিশাল টিম ম্যানেজমেন্ট। আর শাহীন আফ্রিদি চলে যাওয়ায় সেই চিন্তা আরো কিছুটা বেশি। যা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেও বললেন দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।

তিনি বলেন, ‘ডেথ ওভার নিয়ে কিছুটা চিন্তিত। এই জায়গাটা নিয়ে কাজ করছি। এই জায়গাটা ঠিক হলে বলবো যে, আমরা দল হিসেবে পুরোপুরি ঠিক আছি। উইকেট সিলেটের মতোই হবে মনে হচ্ছে। ব্যাটাররা বেশি স্বাচ্ছন্দ্যে বোধ করবে। বোলাররা সঠিক লাইনে বল করতে পারলে ভালো করবে। ট্রু উইকেট বলা যায়।’

‘এখানে আমাদের তিনটা ম্যাচ আছে। একটা একটা করে চেষ্টা করবো তিনটা ম্যাচই জেতার। খেলোয়াড়রা সকলে ভালো আছে। দু’জন চলে গেছেন। জেমস ফুলার জয়েন করেছে। আমরা ভালো পজিশনে আছি। গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় কোন চাপ অনুভব করছি না।’-যোগ করেন তিনি।