২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ১৫ জানু ২০২৫ ০৩:০১
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয় থেকে মো. শফিক মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সদর বাজারের হলুদপট্টিতে অবস্থিত আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ভেতরে স্বেচ্ছাসেবক লীগের কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. শফিক মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা এলাকার মৃত শামসু মিয়ার ছেলে। তিনি ভৈরব বাজারের একটি হোটেলের কর্মচারী ছিলেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলা সদর বাজারের হলুদপট্টিতে অবস্থিত আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ভেতরে স্বেচ্ছাসেবক লীগের কক্ষে শফিক মিয়ার মরদেহ পড়েছিল।
স্থানীয়রা বিষয়টি জানার পর পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়। এসময় নিহত শফিকের সঙ্গে রাখা একটি মোবাইল ফোন পাওয়া যায় এবং পাশ থেকে একটি ইনহেলার ও মদের খালি বোতল উদ্ধার হয়।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১