৩ দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল

প্রকাশিত:শুক্রবার, ১৭ জানু ২০২৫ ০৩:০১

৩ দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল

ছেলেদের মতো এবার মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথমবারের মতো মাত্র তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত হতে যাচ্ছে প্রমিলা বিপিএল। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম চট্টগ্রামে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দল কেন তিনটি থাকবে তারও ব্যাখ্যা দিয়েছেন ফাহিম। আজ (শুক্রবার) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নারীদের ক্রিকেটকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এটা নিয়ে বোর্ড কিছু দিন ধরেই ভাবছে। সে বিষয়টা মাথায় রেখেই মেয়েদের বিপিএল আয়োজনের চিন্তা। আজ সিদ্ধান্ত হয়েছে আমরা মেয়েদের বিপিএল আয়োজন করব। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা হয়েছে।’

আরও যোগ করেন, ‘সেটা বিপিএল শেষ হওয়ার পরপরই আয়োজন করা হবে। ৮-৯ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ হবে। ইতোমধ্যে বেশি কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি, আগ্রহ প্রকাশ করেছে। আমরা দেখতে চাই নারীদের ক্রিকেটে এটা কতটা ইমপ্যাক্ট ফেলে।’

৩ দল নিয়ে বিপিএলের ব্যাখ্যা করেছেন বিসিবির এই পরিচালক, ‘বেশি দল হলে যে মানের খেলোয়াড় প্রয়োজন তা পাওয়া হয়ত সম্ভব হবে না। প্রথমে চারটি দল নিয়ে করার কথা ভেবেছিলাম। এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করছি তিনটি দল নিয়ে আয়োজন করলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট করা যাবে, ভালো ফলাফল আসবে।’