৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৭ জানু ২০২৫ ০১:০১
কুমিল্লার তিতাসে আবু হানিফ নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডের জামায়াতের সভাপতি হয়েছেন। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকায়।
আবু হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে জামায়াতে ইসলামীর সভাপতি করা হয়েছে।
আগামী শনিবার (১৮ জানুয়ারি) ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামায়াতের পদবি লেখা থাকায় বিষয়টি জানাজানি হয়। পরে ঘটনার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেন আবু হানিফ।
ইউপি সদস্য আবু হানিফ বলেন, আমি আগে থেকেই জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলাম। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজের জন্য আওয়ামী লীগের সাথে মৌখিকভাবে জড়িয়েছি।
তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন, তিনি (আবু হানিফ) অনেক আগে থেকেই আমাদের কর্মী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে তাদের সাথে মিশতে হয়েছে। সেসময় জামায়াতের নামও মুখে নিতে পারত না কেউ। আমাদের সংগঠনে হুট করে এসে পদ-পদবি পাওয়ার সুযোগ নেই। যেহেতু মেম্বারি করে, তাই পরিস্থিতির কারণে তাকে আওয়ামী লীগের সাথে জড়াতে হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। মূলত তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১