৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ১৮ জানু ২০২৫ ০২:০১
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি আজমল হোসেন ওরফে ইরাজ (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজমল হোসেন সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজাহারের ছেলে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে আদালতে হাজির করা হবে। এর আগে শুক্রবার রাতে উপজেলার ওছখালী এলাকার সরকারি দ্বীপ কলেজের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার ইরাজের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ১৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১