৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১৯ জানু ২০২৫ ০৩:০১
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গতকাল (শনিবার) সবার শেষে স্কোয়াড ঘোষণা করেছে ভারত। মেগা টুর্নামেন্টটির জন্য ঘোষিত দলে তারা মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও সঞ্জ স্যামসনদের রাখেনি। ওই সময় দলে থাকা কিংবা বাদ পড়া ক্রিকেটারদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক অজিত আগারকার। তাদের কাছে জানতে চাওয়া হয় সম্প্রতি বিসিসিআইয়ের দেওয়া ১০ দফা নির্দেশনা ও নিষেধাজ্ঞা হুমকির প্রসঙ্গে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই নির্দেশনায়– চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা, এখন থেকে আর পরিবার নিয়ে সফর না করা, ব্যক্তিগত কর্মচারীদের সঙ্গে না রাখা, অতিরিক্ত ব্যাগেজ না নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া ম্যাচ আগে শেষ হয়ে গেলে ক্রিকেটারদের বাড়ি ফেরার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরিবারের সঙ্গে যাতায়াত করতে হলে অনুমতি নিতে হবে কোচ কিংবা প্রধান নির্বাচকের কাছ থেকে। এভাবে নির্দেশনা জারি করা হয়েছে ১০ দফা।
এসব নিয়ম না মানলে আইপিএলে নিষেধাজ্ঞা, কেন্দ্রীয় চুক্তি বাতিলসহ শাস্তির ঘোষণা দিয়েছে বিসিসিআই। এ প্রসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় জানতে চাওয়া হলে নির্বাচক অজিত আগারকার বলেন, ‘এটা কোনো স্কুল নয়, আর এসব কোনো শাস্তিও নয়। প্রত্যেক দলেই কিছু নিয়ম থাকে। গত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, কীভাবে দল হিসেবে আরও উন্নতি করা যায়, কীভাবে আরও ঐক্যবদ্ধ হওয়া যায়।’
https://twitter.com/CricketopiaCom?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1880549931360112790%7Ctwgr%5E0298840c81add81353bfe2466af4b6762c45eaf2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fsports%2F337627
নতুন নিয়ম-নীতি ও কড়াকড়ি আরোপকে অবশ্য স্বাভাবিকভাবেই দেখছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার, ‘এটা কোনো কঠোর শাস্তির ব্যবস্থা নয়, শুধু কিছু নিয়ম যা জাতীয় দলে খেলার সময় মানতে হয়। ক্রিকেটাররা সকলেই পরিণত, সুপারস্টার এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। তবে শেষ পর্যন্ত তারা দেশের প্রতিনিধিত্ব করছেন এবং সেই অনুযায়ী কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। অনেক নিয়ম আগে থেকেই ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা আরও পরিমার্জিত হয়েছে। দলকে এগিয়ে নিয়ে যেতে হলে কিছু বিধি-নিষেধ মানতেই হয়।’
প্রসঙ্গটি উঠতেই নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায় রোহিত-আগারকারকে। যেখানে নির্বাচকের সঙ্গে অনেকটা ফিসফিসিয়ে ভারতীয় অধিনায়ক বলছিলেন, ‘আমাকে (বিসিসিআই) সেক্রেটারির সঙ্গে বসতে হবে পারিবারিক নিয়মগুলো নিয়ে কথা বলতে। এসব ব্যাপারে সবাই আমাকে ধরেছে।’ পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়ে যায়। রোহিত যে বিষয়গুলো নিয়ে সন্তুষ্ট নন সেই ইঙ্গিতই মিলছে তার কথায়।
পরবর্তীতে সাংবাদিকরা তার মন্তব্য জানতে চাইলে ভারতীয় অধিনায়ক কৌশলে এড়িয়ে গিয়ে বলছেন, ‘আপনাদের কে বলেছে এসব নিয়ম নিয়ে? এটি কি বিসিসিআই থেকে আনুষ্ঠানিকভাবে এসেছে? আনুষ্ঠানিকভাবে আসতে দিন।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১