৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:সোমবার, ২০ জানু ২০২৫ ০৩:০১
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই আল মামজার পার্কে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘রূপসী নদিমপুর’ গ্রন্থের প্রকাশনা উৎসব, বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ সাফায়াত হোসেন সোহরাওয়ার্দী।
অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মুহাম্মদ ফজলুল আজীম, মোহাম্মদ লোকমান, আব্দুল আজীজ, জসিম উদ্দিন, মোহাম্মদ শাহ আমান, মোহাম্মদ রেজাউল করিম, ওয়াজের নিজাম চৌধুরী ও মোহাম্মদ খোরশেদ।
এম শাহেদ সারওয়ারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে জাহেদুল ইসলাম, রেজাউল আজম চৌধুরী, নাছির উদ্দিন, আব্বাস উদ্দিন, আবুল ফয়েজ মোস্তফা, মোহাম্মদ সাহেদ এবং এনপিকেপির সদস্য যথাক্রমে সেলিম উল্ল্যাহ চৌধুরী, ওয়ালী নিজাম, নুরুল হুদা, মঈন উদ্দিন, ইব্রাহীম খলিল চৌধুরী, মোহাম্মদ মাহাবু, জাবেদ ইকবাল, শাহজাহান চৌধুরী, আরফাত আরমান, মোহাম্মদ শাহজাহান, শওকত আলী বাচ্চু, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আলাউদ্দিন, রবিউল হোসেন, মোহাম্মদ রবিন, হাসান মানিক, মোহাম্মদ আব্দুল কাদের, জিল্লুল করিমসহ প্রমুখ।
আলোচনা সভা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে প্রধান আকর্ষণ ছিল র্যাফেল ড্র এবং আরও ছিল সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, গ্রাম্য খেলাধুলা, পুরস্কার বিতরণী ও বিকেলের চা-নাস্তা। নদিমপুর গ্রামের আরব আমিরাতে বসবাসরত পরিবারসহ সর্বস্তরের গ্রামের প্রবাসীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল নারীদের বালিশ খেলা, নারীদের বল নিক্ষেপ, ছোটদের দৌড় প্রতিযোগিতা, ছোটদের বল নিক্ষেপ, পুরুষদের ফুটবল গোলশর্ট, পুরুষদের দৌড় প্রতিযোগিতা ইত্যাদি।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১