২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ জানু ২০২৫ ০৪:০১
রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকার শাহসাব লেনে নির্মাণাধীন ভবনের নিচতলায় রড কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. পাপ্পু (৩২) নামে এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মো. হৃদয় জানান,পাপ্পু নারিন্দার শাহসাব লেনে নির্মাণাধীন ১০ তলা ভবনে রড মিস্ত্রির কাজ করতেন। আজ সন্ধ্যার দিকে ওই ভবনের নিচতলায় রড কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়ে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১