৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ৩১ জানু ২০২৫ ০২:০১
অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে যান চলাচলের ওপর দেওয়া বিধিনিষেধ শিথিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলা একাডেমির অনুরোধে ফেব্রুয়ারি মাসজুড়ে এ শিথিলতা বহাল থাকবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাবির প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড রাখা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রক্টর অফিস।
এতে বলা হয়, অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। সারা দেশ থেকে বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ এ বইমেলা উপভোগ করতে আসেন। বইমেলা উপভোগ করতে আশা ক্রেতা ও দর্শনার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে আসা-যাওয়া নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের যে বিধিনিষেধ থাকে তা অমর একুশে বইমেলা উপলক্ষ্যে শিথিল করা হলো। ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড রাখবে না।
ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবকরা সহায়তা করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ প্রবেশপথগুলোতে যানবাহন সুশৃঙ্খলভাবে প্রবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে পার্কিং করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক দল এবং প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সদস্যরা ট্রাফিক বিভাগকে এ ব্যাপারে সার্বিক সহায়তা করবে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে যানবাহন চলাচল নির্বিঘ্ন করার জন্য ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১