১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ০১ ফেব্রু ২০২৫ ০৩:০২
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে আগে থেকেই পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ না করার অভিযোগ ছিল। চলতি আসরে সেই বিতর্ক যেন আরও বড় আকার ধারণ করেছে। পারিশ্রমিক না পাওয়ায় খেলোয়াড়দের অনুশীলন বাতিল, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট কিংবা দলের সঙ্গে অবস্থান না করার মতো ঘটনা ঘটেছে এবার।
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে নিয়ে এমন অভিযোগ নিশ্চিতভাবেই বিসিবি ও বিপিএলের মান ক্ষুণ্ণ করেছে। এসব অভিযোগকে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটিও গঠন করেছিল কয়েকদিন আগে।
এবারে এই একই সূত্র ধরে শনিবার সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলার মাঠে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে বিসিবির সঙ্গে করেছেন বৈঠক। পরবর্তীতে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের।
সেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’
এসময় তিনি জানান, বিপিএল আয়োজনে কোনো অবহেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটা সত্যান্বেষী কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১