৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৭ ফেব্রু ২০২৫ ০২:০২
বাংলাদেশ সেন্টারের ব্যবস্থাপনা পরিষদের আহ্বানে লন্ডন বাংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহিবুর রহমান মুহিব, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুর রহমান, সহ-সভাপতি জনাব ইছবাহ উদ্দিন, সহ-সভাপতি, জনাব হাবিবুর রহমান ময়না, চিফ-ট্রেজারার জনাব মোহাম্মদ ফাইজুল হক, যুগ্ম-সম্পাদক জনাব শামীম আহমেদ ও যুগ্ম-ট্রেজারার জনাব নসিম আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে কমিউনিটির স্বার্থ ও সেবা গ্রহণকারীদের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে এই সংকট নিরসনের লক্ষ্যে সবাইকে এক সাথে মিলে মিশে কাজ করতে হবে। এই বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে বৃটেনে নব-নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পদাধিকার বলে বাংলাদেশ সেন্টারের চেয়ারপার্সন মান্যবর আবিদা ইসলাম মহোদয়কে এই সভা থেকে অনুরোধ জানানো হয়। এবং মান্যবর রাষ্ট্রদূতকে এই বিষয়ে সকল প্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এই সভায় বিগত ১৪ই অক্টোবর ২০২৫ এ অনুষ্ঠিত রিকোইজিশন মিটিং (ইজিএম), এবং ২০শে অক্টোবর অনুষ্ঠিত এজিএম এ গৃহীত প্রস্তাব এর বরাত দিয়ে বলা হয় জনাব দেলোয়ার হোসেন ও তার সমর্থকদের দ্বারা ঘোষিত কমিটি সংবিধান সম্মত নয়। ফলে এই কমিটি কর্তৃক কৃত সকল কর্মকান্ড অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১