৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ০৯ ফেব্রু ২০২৫ ০২:০২
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। স্কোয়াডে হামজা চৌধুরী থাকবেন তা জানাই ছিল।
তবে স্কোয়াডে নতুন চমক দিয়েছেন কাবরেরা। তার প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ফাহামেদুল ইসলাম। ইতালি প্রবাসী ১৮ বছরের তরুণ এই মিডফিল্ডারকে ট্রায়ালে দেখতে চান কোচ।
ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলা ফাহামেদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে। তবে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি দেন খুব কম বয়সে।
অন্যদিকে হামজা এখন দেশের ফুটবলে সবচেয়ে চর্চিত নাম। হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তার মা বাংলাদেশি। মায়ের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা খেলেন লেস্টার সিটিতে। তবে কিছুদিন আগে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি।
অনেক দৌড়ঝাঁপের পর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ মিডফিল্ডারের গায়ে লাল-সবুজের জার্সি উঠতে পারে মার্চেই; ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে। যে টুর্নামেন্টের স্কোয়াডেও রাখা হয়েছে তাকে। অর্থাৎ দেশের জার্সিতে মাঠে নামা তার জন্য অল্প সময়ের ব্যাপার।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১