৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:সোমবার, ১০ ফেব্রু ২০২৫ ০৩:০২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে চারটি শিফটে ছাত্রদের পরীক্ষা শেষে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষার প্রথম দিনে কিছু ট্র্যাফিক সমস্যা দেখা দিলেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তা দ্রুত সমাধান করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, প্রক্টর ও নিরাপত্তা বিভাগের সহায়তায় আজ ট্র্যাফিক নিয়ন্ত্রণ শতভাগ সফল হয়েছে, ফলে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পেরেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে ছাত্রীদের এবং দ্বিতীয় শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন ৩য় থেকে ৫ম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বুধবার (১২ ফেব্রুয়ারি) পাঁচ শিফটে ‘এ’ ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছয় শিফটে ‘সি’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিন শিফটে ছাত্রীদের এবং পরবর্তী তিন শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার শেষ দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) ১ম শিফটে ‘সি১’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের তিন শিফটে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ২ শিফটে ছাত্রী এবং তৃতীয় শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল ও পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১