২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১১ ফেব্রু ২০২৫ ১১:০২
ঢাকা: দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতি হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়।
দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সূচক থেকে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
সিপিআই হলো বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রণীত ও প্রকাশিত একটি সূচক, যা বিশ্বব্যাপী দুর্নীতির ব্যাপকতার তুলনামূলক চিত্র তুলে ধরে।
একটি দেশের রাজনীতি ও প্রশাসনে বিরাজমান দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের গবেষক ও বিশ্লেষকদের ধারণার ওপর ভিত্তি করে অন্তর্ভুক্ত দেশগুলোর দুর্নীতির তুলনামূলক অবস্থান সিপিআইয়ে উঠে আসে।
দুর্নীতির ধারণার মাত্রাকে ০ (শূন্য) থেকে ১০০ (একশ)- এই মাপকাঠিতে নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, স্কোর যত কম, দুর্নীতির বিস্তৃতি তত বেশি। আর স্কোর যত বেশি, দুর্নীতির ব্যাপকতা তত কম।
টিআইবির সংবাদ সম্মেলনে বলা হয়, বৈশ্বিক দুর্নীতির সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতি হয়েছে। বাংলাদেশ আফ্রিকার দেশ কঙ্গো ও ইরানের সঙ্গে যৌথভাবে ১৫১তম অবস্থানে আছে। গতবার ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯তম।
ইফতেখারুজ্জামান জানান, ২০২৪ সালের সূচকে বাংলাদেশের স্কোর ২৩, যা গড় স্কোরের চেয়েও ২০ কম। এই স্কোর গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৪। নিচের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৪তম।
সিপিআই অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্কোর আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন। আফগানিস্তানের স্কোর ১৭। দক্ষিণ এশিয়ার মধ্যে ৭২ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সিপিআইয়ে বাংলাদেশের স্কোর ছিল ২৫ থেকে ২৮। কিন্তু ২০২৩ সালে এটি কমে গিয়ে ২৪-এ দাঁড়ায়।
গত বছরের তুলনায় এ বছর ৫৬টি দেশের স্কোর বেড়েছে। ৯৩টি দেশের স্কোর কমেছে, আর ৩১টি দেশের অবস্থা অপরিবর্তিত।
২০২৪ সালে ৯০ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের মর্যাদা পেয়েছে ডেনমার্ক। এরপর ৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ফিনল্যান্ড, আর ৮৪ নিয়ে তৃতীয় সিঙ্গাপুর।
সিপিআইয়ে স্কোর ৮ নিয়ে দুর্নীতির শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান। এরপরেই সোমালিয়ার অবস্থান, দেশটির স্কোর ৯। এ ছাড়া ১০ স্কোর নিয়ে দুর্নীতিতে তৃতীয় অবস্থানে আছে ভেনেজুয়েলা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১