৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ১২ ফেব্রু ২০২৫ ০৩:০২
নিজের আপত্তিকর মন্তব্যের কারণে বেশ বিপাকে আছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাহবাড়িয়া। সময় রায়নার শো ইন্ডিয়াস গট ল্যাটেন্ট অনুষ্ঠানে বাবা মায়ের যৌনতা নিয়ে কথা বলতে গিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।
ইউটিউবারের বিরুদ্ধে জিডি দায়ের করা হয়েছে। এমনকি অনেকেই সরাসরি তার শাস্তির দাবি জানিয়েছেন।
এবার রণবীরের ব্যক্তিগত জীবনেও পড়েছে এই বিতর্কের প্রভাব। গার্লফ্রেন্ড নিক্কি শর্মার সঙ্গে রণবীরের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রণবীর এবং নিক্কি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। আনফলো করার খবর ছড়িয়ে পড়ার পরেই এই ব্রেকআপের গুঞ্জন আরও বেশি তীব্র হয়।
তবে সম্প্রতি নিকির পোস্ট করা একটি লেখা দেখে স্পষ্ট হয়ে যায়, রণবীর এবং নিক্কির সম্পর্ক এখন আর আগের জায়গায় নেই।
নিক্কির পোস্টে লেখা রয়েছে, আপনার শরীর যে শুধুমাত্র খারাপ খাবারকে প্রত্যাখ্যান করে তা নয়, আপনার শরীর খারাপ এনার্জিকেও প্রত্যাখ্যান করে। যখন কোন নির্দিষ্ট জায়গা, মানুষ অথবা জিনিস আপনার শরীর প্রত্যাখ্যান করতে শুরু করে তখন তাতে সহমত হওয়া উচিত। আপনার মনের কথা শুনুন এবং বিশ্বাস করুন।
কিছুদিন আগেই গোয়ায় ঘুরতে গিয়েছিলেন রণবীর এবং তার গার্লফ্রেন্ড। গোয়ায় এটি ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছিলেন তারা। মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিলেন রনবীর এবং নিক্কি। সবকিছুই তাদের মধ্যে ভালো চলছিল কিন্তু আচমকাই যেন সবকিছু পাল্টে গেল।
রণবীরের বিতর্কিত মন্তব্যের পর এক ঝটকায় ফলোয়ার সংখ্যা অনেকটাই কমে গেছে। কেউ কেউ রণবীরের স্বপক্ষে কথা বলেছেন কেউ আবার বিপক্ষে। শক্তিমান ওরফে মুকেশ খান্না রণবীরের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রণবীর যে কথাটি বলেছে তার শাস্তিস্বরূপ রণবীরকে মুখ কালো করে গাধার পিঠে বসিয়ে গোটা শহর ঘোরানো উচিত।
তবে অনেক কমেডিয়ানদের মতে, যেহেতু রণবীর কোনও কমেডিয়ান নয় তাই না বুঝেই কথাটি বলে ফেলেছেন তিনি। রণবীরকে ক্ষমা করে দেওয়া উচিত।
মানুষের ক্ষোভ আছড়ে পড়ার পরেই একটি ভিডিওর মাধ্যমে সকলের সামনে ক্ষমা চেয়েছেন রণবীর। যেখানে তিনি বলেন, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি ইচ্ছাকৃত কিছু বলিনি। আমি যেহেতু কোনও কমেডিয়ান নয় তাই হাস্যরস আমার মধ্যে নেই। তবে আমি যা বলেছি তার জন্য আমি খুবই দুঃখিত, ক্ষমা চাওয়া ছাড়া আমার বলার কিছু নেই।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১